নিবোধত ‘যদ্ ভদ্রং তন্ন আ সুব’
শুভ বোধ, শুভ চিন্তা, শুভ মনন। পড়ুন ও পড়ান।
স্বামী বিবেকানন্দের স্বপ্নসম্ভব শ্রীসারদা মঠের মুখপত্র ‘নিবোধত’। এটি দ্বিমাসিক পত্রিকা। বছরে ছয়টি সংখ্যা যথাক্রমে মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর, জানুয়ারি ও মার্চের ১ তারিখে প্রকাশিত হয়। সেপ্টেম্বর সংখ্যাটি পূজাসংখ্যা এবং জানুয়ারি সংখ্যাটি বিশেষ সংখ্যা।
লেখক-লেখিকার প্রতি সবিনয় নিবেদন,
* নিবোধত পত্রিকার জন্য যে লেখাটি পাঠাতে চলেছেন তার একটি হুবহু নকল অবশ্যই নিজের কাছে রাখবেন। আমরা কোনও পাণ্ডুলিপি (মনোনীত বা অমনোনীত) ফেরত দিই না।
* আপনার পাঠানো প্রবন্ধের সঙ্গে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বরের উল্লেখ অবশ্যই করবেন।
* আগে কোথাও ছাপা হয়েছে এমন লেখা পাঠাবেন না। শুধু ধর্মীয় প্রসঙ্গ নয়–দর্শন, ইতিহাস, শিল্প, সাহিত্য, বরেণ্য সাধক ও মহাপুরুষদের কথা নিয়ে ইতিবাচক লেখা আমরা প্রকাশ করি।
* আপনার লেখা ১৫০০ থেকে ২০০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
* ধারাবাহিক রচনার ক্ষেত্রে সম্পূর্ণ পাণ্ডুলিপি পাঠাতে হবে।
* লেখার সঙ্গে মূল্যবান নথিপত্র, ফোটো থাকলে তা ফিরিয়ে নেওয়ার দায়িত্ব আপনারই।
* প্রবন্ধের সঙ্গে তথ্যসূত্র দিলে নিম্নোক্ত ক্রম অনুসরণ করুন ও লেখকের নাম, বইয়ের নাম, প্রকাশনা সংস্থার নাম, প্রকাশের স্থান ও বর্ষ, খণ্ড বা ভাগ (যদি থাকে) এবং পৃষ্ঠা। তথ্যসূত্র সম্পূর্ণ না হলে রচনা প্রকাশ করা হয় না।
—সম্পাদিকা
NIBODHATA , the Bengali journal of Sri Sarada Math, is published bimonthly. So 6 issues are available annually. The January issue is a special one. Since its inception in 1987, the magazine has been enjoying much appreciation from different sections of people both in India and abroad. NIBODHATA contains articles on serious matters related to religion, science, art, culture, society, history and the like. The list of contributors includes senior nuns and monks, as well as erudite scholars from respective fields and devotees deeply interested in Ramakrishna-Vivekananda ideals.
The word NIBODHATA, literally meaning, ‘learning about the Self’ comes from a well-known verse of Katha Upanishad, oft-quoted by Swami Vivekananda. His vision of an ideal magazine is found echoing from his writings.
He said, "...by the spread of new ideas within the country, the public at large will be benefited...In language and literature, in poetry and arts, in everything, we must give the public only positive ideas...We should lift all, rouse all...The ideas, language and everything should be moulded in a new fashion, a new vigor must be introduced in the Bengali language..."
NIBODHATA strives in its own way to realize that vision and ideal of Swami Vivekananda. As the globe becomes increasingly complex, consumeristic and fiercely competitive, the life-giving message of Sri Ramakrishna, Holy Mother Sri Sarada Devi and Swami Vivekananda appear more relevant and appropriate to the humanity and its problems today. NIBODHATA stands for upholding and propagating this universal testament of hope and light for the people in the modern century.
How to subscribe?
To subscribe or renew an existing subscription to Nibodhata Journal simply send your name and address with the payments. Payment should be made by money order, postal order or bank draft. Cheques are not accepted. Foreign subscribers may remit by International Money Order or Bank Draft, crossed 'A/c Payee'.
NIBODHATA PATRIKA SUBSCRIPTION PLAN
One Year | Two Years | Three Years | 30 Years | |
By Hand/Group | Rs.120 | Rs.240 | Rs.350 | |
By Post with Puja Edition | Rs.230 | Rs.460 | Rs.650 | Email Us |
Single Register Post | Rs. 320 | Rs.640 | Rs.920 | |
By Air | Rs.3000 | Rs.6000 | Rs.9000 | |
By Air registered Post | Rs.4000 | Rs.8000 | Rs. 12000 | |
Web-zine | Rs. 60 | Rs.120 | Rs.180 | Email Us |
All payments should be made in favour of "Sri Sarada Math" and sent with subscription and renewal information by Registered Mail to:
Manager,
Nibodhata,
Sri Sarada Math,
Dakshineswar,
Kolkata - 700 076, India.
Phone:(033) 2564 0712, 9831129444
e-mail: nibodhatapatrika@gmail.com